সিলেট টুডে ওয়েব ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৫ ০০:৩৯

বাইক চালানো ছেড়ে দিচ্ছেন ওবামা!

ভারতে এসে ওবামা সিদ্ধান্ত নিলেন আর কোনদিনও বাইক চালাবেন না। প্রজাতন্ত্র দিবসের রাজপথে ভারতীয় ‘জানবাজ’ বাইক বাহিনীর দৌরাত্ব দেখেই এই সিদ্ধান্ত ওবামার।


ভারতে এসে ওবামা সিদ্ধান্ত নিলেন আর কোনদিনও বাইক চালাবেন না। প্রজাতন্ত্র দিবসের রাজপথে ভারতীয় ‘জানবাজ’ বাইক বাহিনীর দৌরাত্ব দেখেই এই সিদ্ধান্ত ওবামার। সোমবার ইন্দো-মার্কিন শিল্পপতি বৈঠকের মঞ্চ থেকে বারাক ওবামা জানালেন, “আমি জীবনেও এই রকম বাইক চালকের কারুকার্য দেখিনি। ওহ, আমি জীবনেও আর বাইক চালাব না।” শুধু ওবামা নন। দ্বিতীয়বার ভারত সফরে এসে ওবামা পত্নী মিশেল ওবামাও খুশি ভারতীয় সেনার নানান যুদ্ধ কৌশল প্রদর্শনে।

২০১০ এর পর দ্বিতীয়বার ভারতে এসে প্রজাতন্ত্র দিবসের মঞ্চে উপস্থিত থাকা থেকে শুরু করে দ্বিপাক্ষিক নানান কূটনৈতিক বিষয়েও আলোচনা করেছেন ওবামা। ভারতের সঙ্গে পরমাণু চুক্তি থেকে শুরু করে কথা দিয়েছেন মেক ইন ইন্ডিয়ায় সাহায্য করার। একই সঙ্গে সোমবার শিল্প সম্মেলনের মঞ্চ থেকে ওবামা ঘোষণা করলেন চল্লিশ লক্ষ কোটি টাকার বিনিয়োগ ও ঋণ দেবেন ভারতকে।


আপনার মন্তব্য

আলোচিত