সিলেটটুডে ডেস্ক

২৩ মার্চ, ২০২০ ২২:২৮

দ্বিতীয় রোগী শনাক্তের পরপরই লকডাউনে যাচ্ছে নেপাল

সারাবিশ্বে মহামারি রূপে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) বিস্তার ঠেকাতে একসপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে নেপাল। মঙ্গলবার থেকে দেশটি এক সপ্তাহের জন্যে লকডাউনে যাচ্ছে বলে জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে সারাদেশে লকডাউন কার্যকর হবে।

নেপালে দ্বিতীয় করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের পরপরই বিকেলে দেশটির উপ প্রধানমন্ত্রী ঈশ্বর পোখরেল করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কমিটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। তারপরই এই সিদ্ধান্ত জানান তিনি।

পোখরেলের ব্যক্তিগত সহকারী প্রভাত কাতুয়াল জানিয়েছেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে পারবে না।

সোমবার বিকেলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফ্রান্স ফেরত ১৯ বছর বয়সী নেপালি শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই জরুরি বৈঠক ডাকা হয়।

উল্লেখ্য, নেপালে এখন পর্যন্ত ২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন। দেশটিতে সোমবার দ্বিতীয় রোগী শনাক্তের পরপরই সরকারের এই সিদ্ধান্ত আসলো।

আপনার মন্তব্য

আলোচিত