২৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:০১
জুতোর মধ্যে ফিট করা স্পাই ক্যামেরায় অশ্লীল ছবি তোলার দায়ে গ্রেফতার হলেন এক কর্পোরেট আইনজীবী। ঘটনাটি ঘটেছে ভারতে রাজধানী নয়াদিল্লিতে।
শনিবার দক্ষিণ দিল্লির একটি মলে অশ্লীল ছবি তুলতে গিয়ে ধরা পড়ে যায় এই আইনজীবী। দিল্লি পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি এক হরিয়াণা ক্রেতা ফোরামের এক প্রাক্তন সভাপতির ছেলে।
শপিং মলে মহিলা দেখলেই নিজের ডান পা এগিয়ে দিচ্ছিল অভিযুক্ত। বারবার এই আচরণ দেখে সন্দেহ হয় মলের ম্যানেজারের। জিজ্ঞাসাবাদ করা হলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও অবশেষে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যায় ওই আইনজীবী।
স্পাই ক্যামেরা খুঁজে বের করে পুলিশে খবর দেন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার প্রেম নাথ।
স্পাই ক্যামেরা থেকে ১২টি অশ্লীল ক্লিপিং খুঁজে পেয়েছে পুলিস। তবে অভিযুক্ত শুধু নিজের জন্যই এই ভিডিওগুলি তুলেছিল নাকি ইন্টারনেটেও আপলোড করেছিল সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত আইনজীবী জেরায় জানিয়েছে একটি অনলাইন পোর্টাল থেকে স্পাই ক্যামেরাটি কিনেছিল সে।
পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির ডান পায়ের জুতোর মধ্যে লুকনো ছিল স্পাই ক্যামেরাটি। কোনও মহিলা দেখলে এমনভাবে পা এগিয়ে দিত সে, যাতে সহজেই ছবি তোলা যায়। প্রায় প্রতি শনিবারই সে এইভাবে মলে এসে ছবি তুলতো বলে জানিয়েছে জেরায়। অভিযুক্তর মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আপনার মন্তব্য