আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২০ ১১:৩০

ভারতে গ্যাস ছড়িয়ে পড়ে ৯ জনের মৃত্যু

দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে বিশাখাপত্তমের কাছে এলজির একটি পলিমার প্ল্যান্ট থেকে রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই কারখানার পাশের তিনটি গ্রাম থেকে শতাধিক মানুষকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, কোনোভাবে ওই কারখানা থেকে স্টাইরিন গ্যাস ছড়িয়ে পড়ছে। আশপাশের তিনটি গ্রামের বাসিন্দাদের ইতোমধ্যে সরিয়ে ফেলা হচ্ছে।

ওই এলাকা থেকে অন্তত ৩০০ মানুষকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তারা চোখে জ্বলুনি ও শ্বাসকষ্টের মত সমস্যা হওয়ার কথা বলেছেন।

এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই কারখানার কাছে অগ্নিনির্বাপণের গাড়ি, অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে ফেলা হচ্ছে।

গ্রেটার বিশাখাপত্তম মিউনিসিপাল করপোরেশন এক টুইটে সবাইকে সতর্ক করে বলে, গোপালপত্তমের এলজি পলিমারসে গ্যাস লিকেজ ধরা পড়েছে। নিরাপত্তা সতর্কতার কারণে ওই এলাকার আশপাশের নাগরিকদের বাড়ির বাইরে আসতে নিষেধ করা হচ্ছে।

 

আপনার মন্তব্য

আলোচিত