১৪ মে, ২০২০ ০৩:০২
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের তীব্রতা বা স্থায়িত্ব হ্রাসে কিছু ওষুধ কাজ করছে। এই ৪/৫টি ওষুধের মধ্যে কোন ওষুধ সবচেয়ে বেশি কার্যকর তা জানতে কাজ চলছে। মঙ্গলবার সংস্থাটির মুখপাত্র মারগারেট হ্যারিস এক ভার্চুয়াল বৈঠকে এ তথ্য জানিয়েছেন।
হ্যারিস বলেন, ‘গবেষণার একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা কিছু ওষুধ দেখেছি যেগুলো অসুস্থতার তীব্রতা বা স্থায়িত্ব হ্রাস করছে। তবে ভাইরাসটিকে হত্যা করতে বা থামাতে পারে এ ধরনের কিছু আমরা এখনও পাইনি।’
বিজ্ঞাপন
সংস্থার এই মুখপাত্র বলেন, ‘আমরা ইতিবাচক তথ্য পাচ্ছি। তবে এই চিকিৎসা পদ্ধতি কাজ করবে তা বলতে পারার মতো শতভাগ আস্থাশীল হওয়ার জন্য আমাদের আরও তথ্য প্রয়োজন।’
প্রসঙ্গত,করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন কোভিড-১৯ চিকিৎসায় কাজ করছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গবেষণায় তার দাবির পক্ষে জোরালো কিছু প্রমাণিত হয়নি। সম্প্রতি বেশ কিছু দেশ রেমিডিসিভির করোনা চিকিৎসায় ব্যবহারে অনুমতি দিয়েছে। তবে এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুস্পষ্ট অনুমোদন এখনও আসেনি।
আপনার মন্তব্য