সিলেটটুডে ডেস্ক

০৬ জানুয়ারি, ২০১৬ ১৭:১২

মীর কাশিমের আপিল শুনানি ২ ফেব্রুয়ারি

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশিম আলীর আপিল শুনানির দিন ২ ফেব্রুয়ারি ঠিক করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার মামলায় উভয়পক্ষের সারসংক্ষেপ জমা দেয়া হয় বলে আপিল বিভাগকে নিশ্চিত করে রাষ্ট্রপক্ষ। তবে আসামীপক্ষের আইনজীবী না থাকায় আপিল শুনানি কবে হবে সেই তারিখ নির্ধারণের তারিখ পিছিয়ে আজ বুধবার ধার্য করা হয়।

প্রধান বিচারপতি এস. কে. সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বুধবার আদেশের তারিখ ঠিক করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা মঙ্গলবার আদালতকে জানান, এ মামলায় দুই পক্ষই আপিলের সংক্ষিপ্তসার জমা দিয়েছে।

আদালত এ সময় জানতে চান, আসামিপক্ষে কোন আইনজীবী এ মামলা পরিচালনা করবেন। জবাবে মীর কাসেমের এই আপিল মামলার অ্যাডভোকেট জয়নাল আবেদিন তুহিন আদালতকে বলেন, তারা এখনও বিষয়টি চূড়ান্ত করেননি।

এরপর বিচারক বিষয়টি চূড়ান্ত করে বুধবার তা জানাতে বলেন।

এই বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেন।

আপনার মন্তব্য

আলোচিত