ইউএনবি, ঢাকা

০৪ জুন, ২০২০ ১৭:৩১

বাংলাদেশের মানুষকে রক্ষায় আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মহামারি থেকে দেশের মানুষের সুরক্ষায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুদান গ্রহণকালে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মহামারি থেকে বাংলাদেশের মানুষকে রক্ষায় আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি।’

করোনাভাইরাস মহামারি থেকে অসহায় মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আজ ২৪টি সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে অনুদান জমা পড়ে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির পক্ষে অনুদান গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী জানান, যেহেতু অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে, সরকার এখন মানুষকে বাঁচাতে বিধিনিষেধ কিছুটা শিথিল করছে।

তিনি বলেন, ‘আমরা দেশের মানুষকে সুরক্ষায় চেষ্টা করছি। তাদের স্বাস্থ্য সুরক্ষিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা, তাদের সামাজিক নিরাপত্তা দেয়া, সবদিক থেকে আমরা কাজ করে যাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা শ্রেণি-পেশার মানুষ সবার কাছে যেন আমরা কিছু না কিছু সহযোগিতা পৌঁছাতে পারি। চিকিৎসাসেবা আমরা ব্যাপকভাবে দেয়ার উদ্যোগ নিয়েছি এবং আমরা দিয়ে যাচ্ছি। বিনা পয়সায় চিকিৎসা দেয়া হচ্ছে। করোনাভাইরাস এটা টেস্ট করা বা চিকিৎসা করা বেশ ব্যয়বহুল। তারপরও আমরা সেটা করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা পড়া ২৪টি অনুদান:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, লঙ্কা-বাংলা ফাইন্যান্স লিমিটেড, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রি লিমিটেড ও জিএমএস টেক্সটাইল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, আলী বাবা অ্যান্ড জ্যাক মা ফাউন্ডেশন, ফ্যাশন গ্লোব গ্রুপ, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস), সৎসঙ্গ (হেমায়েতপুর, পাবনা), পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়াও ব্যক্তি পর্যায়ে অনুদান দেয়া চারজন হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সাহাবুদ্দি চুপ্পু, ৩৯তম বিসিএসের ৮৩৬০ নন-ক্যাডার ডাক্তারদের পক্ষ থেকে ডা রাফা বিনতে নুর, বারডেমের মেডিকেল অফিসার ডা. সোনিয়া জেমিন প্রীত এবং ডা. জেএইচ শিকদার মেডিকেল কলেজের (মিরপুর) প্রভাষক সাদিয়া আহমেদ।

আপনার মন্তব্য

আলোচিত