নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২০ ১৪:৪৬

২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৮২৮ জন, মৃত্যু ৩০

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৬০ হাজার ৩৯১ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৩০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮১১ জন মারা গেলেন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত ১২ হাজার ৮০৪ জন সুস্থ হলেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আপনার মন্তব্য

আলোচিত