সিলেটটুডে ডেস্ক

০৬ জুন, ২০২০ ২২:১৯

শতকরা দশমিক শূন্য ৩ লোক থাকলেই ঢাকায় এলাকা লকডাউন

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সংক্রমণের কেন্দ্র বিবেচনা করে রাজধানীতে এলাকাভিত্তিক লকডাউন শুরু করতে যাচ্ছে সরকার।

এ লক্ষ্যে গঠিত জাতীয় টেকনিক্যাল উপদেষ্টা কমিটি ঢাকার যেসব এলাকায় প্রতি এক লাখ জনগোষ্ঠীর মধ্যে ৩০ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী আছে, সেই সব এলাকাকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করে লকডাউনের পরামর্শ দিয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামীকাল রোববার এ বিষয়ে উপদেষ্টা কমিটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন। লকডাউনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ঢাকার বাইরে যেসব এলাকায় প্রতি এক লাখ জনগোষ্ঠীর মধ্যে ১০ জন কোভিড-১৯ এ আক্রান্ত সেসব এলাকাকে লকডাউন করার পরামর্শ দিয়েছে উপদেষ্টা কমিটি।

এর চেয়ে কম আক্রান্ত এলাকাগুলো রয়েছে সেগুলোকে পর্যায়ক্রমে ‘হলুদ’ এবং ‘সবুজ’ জোনে ভাগ করা হয়েছে।

মহামারীর বিস্তার রোধে দুই মাসের বেশি সময় সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে সংক্রমণের মাত্রা ও মৃত্যুর হারের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন হিসাবে দেশকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করে  করণীয় নির্ধারণের সিদ্ধান্ত নেয় সরকার।

আপনার মন্তব্য

আলোচিত