সিলেটটুডে ডেস্ক

১০ জুন, ২০২০ ০১:৩৫

❛আল্লাহর দলের❜ প্রধান গ্রেপ্তার

মেহেরপুর থেকে মহিরুল ইসলাম নামে নিষিদ্ধ ঘোষিত ❛আল্লাহর দলের❜ প্রধানকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র‍্যাব -১২। এ সময় উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন এবং সিমকার্ড জব্দ হয়।  সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলার সদর উপজেলার পেয়াদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মহিরুল ইসলাম (৩৫) মেহেরপুর জেলার সদর উপজেলার পেয়াদাপাড়া গ্রামের হাবিল উদ্দিন শেখের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত মহিরুল ইসলাম মেহেরপুর জেলার আল্লাহর দল নামের সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নতুন সদস্য সংগ্রহ, দলের জন্য নিয়মিত চাঁদা দেন এবং অন্য সদস্যদের কাছ থেকে চাঁদা আদায়ের মতো কাজগুলো করতেন।

এছাড়া আল্লাহর দলের সদস্যদের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে তিনি সব সদস্যকে নিয়ে পিকনিকের আয়োজন করতেন। অভিযানে ছয়টি উগ্রবাদী বই, ৫০টি উগ্রবাদী লিফলেট, তিনটি মোবাইল ফোন এবং পাঁচটি সিমকার্ড জব্দ হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত