১০ জুন, ২০২০ ১২:১৫
আজ বিকেল ৫ টায় শুরু হবে জাতীয় সংসদে বাজেট অধিবেশন। অধ্যাদেশ উত্থাপন ও শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে আজকের দিনের কার্যক্রম শেষ হবে।
বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিকেল ৩টায় ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন।
জানা গেছে, এবারের বাজেটের আকার হতে পারে ৫ লাখ ৫৬ হাজার ৯৭৮ কোটি টাকা।
বিজ্ঞাপন
এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটিতে বাজেট অধিবেশন মুলতবি থাকবে। ১৪ ও ১৫ জুন উত্থাপিত সম্পূরক বাজেটের ওপর আলোচনা এবং সম্পূরক বাজেট পাস করা হতে পারে বলে সংসদ সচিবালয় থেকে সূত্রে জানা গেছে।
সংসদ সচিবালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, বাজেট অধিবেশন পরিচালনার জন্য একটি ক্যালেন্ডার তৈরি করেছে সংসদ সচিবালয়। সে অনুযায়ী ১৬ ও ১৭ জুন আলোচনা শেষে ১৮-২১ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে। এরপর ২২-২৪ জুন আরও তিন দিন বাজেটের ওপর আলোচনা করে ২৫-২৮ জুন চার দিনের বিরতি দেওয়া হবে।
২৯ জুন বাজেটের ওপর সমাপনী আলোচনা হবে। এ দিনই পাস হবে অর্থবিল। ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে। এরপর আরেকটি বিরতি দিয়ে ৮ বা ৯ জুলাই একদিনের জন্য অধিবেশন বসে ওইদিনই সমাপ্তি টানা হবে। ক্যালেন্ডার অনুযায়ী, অধিবেশন শুরুও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসবে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত।
আপনার মন্তব্য