১৪ জুন, ২০২০ ২১:১১
করোনাভাইরাসের বিস্তার রোধে বগুড়া পৌরসভার নয়টি এলাকাকে অনির্দিষ্টকালের জন্য ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রোববার বিকেল ৫টা থেকে ওই এলাকাগুলোতে ‘রেড জোন’ কার্যকর হবে।
রোববার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। জেলা প্রশাসক ফয়েজ আহামদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
চিহ্নিত ‘রেড জোন’ এলাকাগুলো হলো- পৌর শহরের জলেম্বরী তলা, নাটাই পাড়া, চেলো পাড়া, নারুলী, সূত্রাপুর, মালতীনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী এলাকা।
জেলা প্রশাসক ফয়েজ আহামদ বলেন, ‘রেড জোন’ এলাকার সবাইকে বাড়িতে অবস্থান করতে হবে। তবে জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বের হওয়া যাবে। জরুরি পরিষেবা স্বাভাবিক নিয়মে চালু থাকবে।
আপনার মন্তব্য