সিলেটটুডে ডেস্ক

১৯ জুন, ২০২০ ২২:২৯

রোববার থেকে ঢাকা-লন্ডন রুটে বিমানের ফ্লাইট

ফাইল ছবি

করোনা সংকটের কারণে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর রোববার থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে চলাচল শুরু করছে বিমানের ফ্লাইট। আপাতত সপ্তাহে একদিন, রোববার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

শুক্রবার বিমানের জনসংযোগ দপ্তরের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আপাতত সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি রোববার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। পরিস্থিতির উন্নতি হলে আগের মতো সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং লকডাউনের কারণে ঢাকা থেকে চীন ছাড়া আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে করেছিল বেসাসরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গত মঙ্গলবার এ নিষেধাজ্ঞা তুলে নেয় বেবিচক। এরপর ঢাকা থেকে সিমিত পরিসরে আন্তর্জাতিক রুটে শুরু হয় ফ্লাইট চলাচল।

আপনার মন্তব্য

আলোচিত