সিলেটটুডে ডেস্ক

২০ জুন, ২০২০ ২১:২৯

রোববার বলয়গ্রাস সূর্যগ্রহণ

বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে রোববার (২১ জুন), বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

বলয়গ্রাস মানে চাঁদের আড়ালে সূর্য পুরোপরি ঢাকা পড়বে না। যখন চাঁদের ছায়া পুরোটা ঢেকে যাবে, তখনও ছায়ার চারপাশে একটা উজ্জ্বল বৃত্ত দেখা যাবে। অর্থাৎ সূর্যটা তখন চাঁদের চারপাশে দেখা যাবে রিং বা বলয়ের মতো। এ কারণেই এ ধরনের গ্রহণের নাম বলয়গ্রাস।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রোনাকী খন্দকার জানান, বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে সকাল ১১টা ১৭ মিনিটে। রোববার আকাশ পরিষ্কার থাকলে দেশের বিভিন্ন জায়গা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

তিনি জানান, রাজশাহী ও রংপুরে সকাল ১১টা ১৭ মিনিটে, খুলনায় সকাল ১১টা ২০ মিনিটে, ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সকাল ১১টা ২৩ মিনিটে, সিলেটে সকাল ১১টা ২৭ মিনিটে এবং চট্টগ্রামে সকাল ১১টা ২৮ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।

বিজ্ঞাপন



সূর্যগ্রহণ শেষ হবে ২টা ৪৮ মিনিট থেকে ৫৫ মিনিটের মধ্যে।

বিশ্বের বিভিন্ন স্থানে সূর্যগ্রহণ শুরু হবে রোববার সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে।

কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে সকাল ৯টা ৪৬ মিনিটে, কঙ্গোর বোমা শহরে সকাল ১০টা ৪৮ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিটে।

ফিলিপিন্সের সামার শহরে ২টা ৩১ মিনিটে এবং মিন্দানাও শহরে বেলা ৩টায় ৩৪ মিনিটে সূর্যগ্রহণ দেখা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত