২১ জুন, ২০২০ ০০:৩০
করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকসহ স্বাস্থ্যর্মীদের চিকিৎসার জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বিএমএ। এ দাবি পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বরাবর বিএমএর সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডাক্তার এহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে চিকিৎসকদের জন্য আলাদা হাসপাতালের ব্যবস্থা করা না হলে পরবর্তী উদ্ভূত পরিস্থিতির জন্য স্বাস্ত্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিপ্তর দায়ী থাকবে বলেও চিঠিতে উল্লেখ করেন এই চিকিৎসক নেতারা।
এছাড়া বিএম এর কার্যনির্বাহী কমিটির এক সভায় খুলনায় চিকিৎসক হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বলে জানানো হয়েছে আলাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।
আপনার মন্তব্য