সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০২০ ০০:২১

জিকে শামীমের ১৮০ অ্যাকাউন্টে ৩৩৭ কোটি টাকা

সিআইডির অভিযোগপত্র প্রদান

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় জি কে শামীম ও তার সাত সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দেয়া অভিযোগপত্রে শামীমের বিপুল সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে।

সিআইডির অর্গানাইজ ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, জি কে শামীমের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে করা মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র দেয়া হয়েছে। সেখানে তার অস্ত্রধারী সাত দেহরক্ষীকেও অভিযুক্ত করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দেশের ১৮০টি ব্যাংক হিসাবে প্রায় ৩৩৭ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে শামীমের। এ ছাড়া ঢাকায় তার দুটি বাড়িসহ প্রায় ৫২ কাঠা জমি রয়েছে। টেন্ডারবাজি, বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজির মাধ্যমে আয় করা অর্থে এসব সম্পদ শামীম গড়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত