সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৩:৫৯

৩৫০ জন টোকেনধারীকে ডেকেছে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স

দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রির জন্য ৩৫০ জন টোকেনধারীকে ডেকেছে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট বিক্রি শুরু হয়।

সৌদি এয়ারলাইন্সের জি এম জাহিদ হোসেন বলেন, রিটার্ন টিকিট কেটে যারা দেশে এসেছিলেন তারা পর্যায়ক্রমে টিকিট পাবেন। তাড়াহুড়ো, ধাক্কাধাক্কি না করে সবাইকে অপেক্ষা করতে হবে।  সাপ্তাহিক ছুটি ও জুমার দিন হওয়ায় একটু কম ডাকা হয়েছে। তবুও সময় থাকলে পরবর্তী সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হবে।

বিজ্ঞাপন

সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, কোভিড-১৯ প্রাদুর্ভাব শুরুর আগে যারা রিটার্ন টিকিট কেটে দেশে ফিরেছেন এখন শুধুমাত্র তাদের টিকিট দেওয়া হবে। নতুন করে কোনো টিকিট ইস্যু করা হবে না।

প্লেনের টিকিটের জন্য গত ছয় দিন ধরে হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান করছেন সৌদি গমনেচ্ছুরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি সরকার ইকামার মেয়াদ ২৪ দিন বাড়ানোয় সংকট কেটেছে অনেকটা। এছাড়া সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বাড়ানোয় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা।

আপনার মন্তব্য

আলোচিত