সিলেটটুডে ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৪৮

‘পদবীহীন কিছু সদস্য ভুলভাবে গণফোরামের সভা হিসেবে পরিচয় দেন ’

গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, গণফোরাম-এর পদ-পদবীহীন কিছু সদস্য দলীয় সিদ্ধান্ত ছাড়াই গত ২৬ সেপ্টেম্বর দলের নাম ব্যবহার করে একটি সভা অনুষ্ঠান করেন, যেটিকে তারা ভুলভাবে গণফোরামের সভা হিসেবে পরিচয় দেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, আমরা গভীর অনুতাপের সাথে লক্ষ্য করছি যে গণফোরাম-এর কতিপয় সদস্য দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সচেষ্ট হয়েছেন। যারা দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত মানতে চান না তারা স্বেচ্ছায় দল ছেড়ে যেতে পারেন, কিন্তু দলের সাথে সংশ্লিষ্টতার মিথ্যা দাবি করে তাদের কাউকে বিভ্রান্ত করা উচিত নয়।

রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশের প্রতিটি বড় রাজনৈতিক দলের দলীয় শৃঙ্খলা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। অতীতে যারা ক্রমাগত গণফোরাম-এর স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে দল তাদেরকে ক্ষমা করে দিবে সে আশা করা উচিত নয়। এমতাবস্থায়, গত ২৬ সেপ্টেম্বর তারিখে গণফোরামের নাম করে প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় দলের যেসব সদস্য উপস্থিত ছিলেন তারা কার্যত গণফোরাম-এর রাজনীতি থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত