সিলেটটুডে ডেস্ক

২৯ অক্টোবর, ২০২০ ১৮:২৯

পর্দা মানার নির্দেশনা : জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালককে শোকজ

কোন বিধিতে পর্দা মেনে কাপড় পরে অফিস করার নির্দেশ প্রদানের বিষয়ে জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমের কাছে ব্যাখা চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণায়ের উপ সচিব শারমিন আক্তার জাহান সাক্ষরিত এক চিঠির মাধ্যমে ব্যাখ্যা দিতে পরিচালককে তিন দিন সময় দেওয়া হয়েছে।

মুসলিম পুরুষদের টাকনুর ওপরে কাপড় পরতে এবং নারীদের টাকনুর নিচে কাপড় পরে অফিস করার নির্দেশ দেয় জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক। এমনকী অফিস চলার সময়ে মোবাইল ফোনের রিং টোন বন্ধ রাখার নির্দেশ দিয়েও নোটিশ জারি করেন এই পরিচালক।

জবাব পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম জানান, নারীদের হিজাব, পুরুষের টাকনুর ওপর পোশাক পরার নির্দেশ দিয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রজ্ঞাপন উইথ ড্র করা হবে না।

আপনার মন্তব্য

আলোচিত