সিলেটটুডে ডেস্ক

১০ নভেম্বর, ২০২০ ১৫:২৯

দায়িত্ব পালনে অবহেলা, দুই চিকিৎসকের জরিমানা

জাতীয় ক্যান্সার হাসপাতালের দায়িত্ব পালনে অবহেলার কারণে অবসরে যাওয়া দুই চিকিৎসক ডা. এম এম শরিফুল আলম এবং ডা. মোল্লা ওবায়দুল্লাহর কাছে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে, হাই কোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চ এ নির্দেশ দেন। একই সাথে ডা. মানস কুমার বসুর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন। এছাড়া, তদন্তে নির্দোষ প্রমাণ না হলে চিকিৎসক মোশাররফ হোসেনকেও ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

বিজ্ঞাপন

এদিকে, স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রতিরোধে দুদক যে সুপারিশ দিয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। সরকারি হাসপাতালে চিকিৎসা সামগ্রী ক্রয় ও রক্ষণাবেক্ষণে বিশেষজ্ঞ কমিটির সুপারিশসহ ১১টি নির্দেশনা মেনে চলার নির্দেশ দেয়া হয়।

হাই কোর্ট এ রায়ের পর্যবেক্ষণ বলেছেন, দেশের একমাত্র ক্যান্সার হাসপাতালে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বশীল ব্যক্তিদের কর্তব্যে অবহেলা শুধুমাত্র দুঃখজনকই নয় তা নিন্দনীয় ও উদ্বেগের বিষয়ও।


আপনার মন্তব্য

আলোচিত