সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০২০ ১৬:০২

সময় বাড়েনি, সোমবারই রিটার্ন দাখিলের শেষ দিন

করোনা মহামারি বিবেচনায় বিভিন্ন মহল থেকে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি থাকলেও তা এবার বাড়ছে না।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম একথা জানান।

তিনি বলেন, আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ব্যক্তি আয়কর দাতার রিটার্ন দাখিলের শেষ দিন ৩০শে নভেম্বর। অর্থাৎ সোমবারই রিটার্ন দাখিলের শেষ দিন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মেলার আদলে কর অঞ্চলগুলোতে মিনি কর মেলায় রিটার্ন গ্রহণ ও করসেবা কার্যক্রম সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের পর কেউ আয়কর রিটার্ন দাখিল করতে চাইলে নিয়ম মাফিক আবেদন করে, সময় বাড়িয়ে নিতে পারবেন। এ ক্ষেত্রে নির্ধারিত হারে জরিমানার বিধান রয়েছে। অবশ্য, কর কমিশনার আবেদন যৌক্তিক মনে করলে তাদের জরিমানা দিতে হবেনা। 

এর আগে ২৬  নভেম্বর পর্যন্ত দাখিল রিটার্নের সঙ্গে ২ হাজার ৫শ’ ৮০ কোটি টাকা কর দিয়েছেন করদাতারা। আর এ পর্যন্ত দেশে টিআইএন ধারী করদাতার সংখ্যা ৫০ লাখ ৭২ হাজার ৫শ’ ৬৭ জন।

আপনার মন্তব্য

আলোচিত