নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২১ ১২:৪৩

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এখন শীতের তীব্রতা বিরাজ করছে।  এর পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ৯ টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে আসে  ৮ দশমিক ৩ ডিগ্রিতে। যা আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা।

মঙ্গলবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী মো. আব্দুল আলিম এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞাপন

তিনি জানান, দেশের সর্বনিম্ন তালিকায় শ্রীমঙ্গলের পরের অবস্থানে থাকা দুটি অঞ্চল হচ্ছে কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, দুই থেকে একদিন আগেও শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে বয়ে গেছে মাঝারি শৈত্যপ্রবাহ। এখন সেটা স্বাভাবিক হয়েছে। তবে শীতের তীব্রতা আর বাড়ার সম্ভাবনা নেই।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পরিসংখ্যানে দেখা যায়, একদিন আগেও দুটি তারিখে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল। ২৩ জানুয়ারি এবং ২৪ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে যথাক্রমে ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আপনার মন্তব্য

আলোচিত