সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০২১ ২৩:৩৯

মামুনুল হক চরিত্রহীন: নওফেল

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে চরিত্রহীন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, ‘আমরা প্রতিবাদ করেছিলাম, মামুনুল হক ভয়ে চট্টগ্রামে আসে নাই। এখন দেখা যাচ্ছে এই ব্যক্তি চরিত্রহীন। সে মিনিটে একজনকে স্ত্রী বানায়, আরেক জনকে দ্বিতীয় স্ত্রী বানায়।’

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘তাদের কারণে মাদ্রাসার ছাত্র মারা গেছে। এই অবস্থার মধ্যে তারা কীভাবে অপকর্মে লিপ্ত থাকে আমরা জানতে চাই। তাদের চরিত্র জাতি বুঝতে পেরেছে।’

নওফেল বলেন, ‘যারা এতিমখানার ছাত্রছাত্রী আছেন, যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করছেন, আমরা আপনাদের আহ্বান জানাব, যারা আমাদের সবার ধর্মভক্তিকে পুঁজি করে অরাজকতা সৃষ্টি করছে, আপনারা সতর্ক হয়ে যান। আপনারা জানেন যে আপনার ব্যবহৃত হচ্ছেন। আপনাদেরকে উসকানি দিয়ে রাস্তায় নামিয়ে দেয়া হচ্ছে এবং দাঙ্গা-হাঙ্গামায় আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে।

‘আমরা আপনাদের অনুরোধ জানাব, আপনারা এই কাজে বিরত থাকবেন। আপনার জানেন, আমরা এরইমধ্যে কওমি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে ইসলামিক স্টাডিজে মাস্টার্সের সম মর্যাদা দিয়েছি। তার পরেও এই প্রতিষ্ঠানগুলো থেকে কেউ অপরাধমূলক কার্যক্রম যদি করতে থাকে, তাহলে নিশ্চয় তার যে ডিগ্রি স্বীকৃতি, সামাজিক স্বীকৃতি এবং রাজনৈতিক স্বীকৃতি সব কিছু আমাদের বিবেচনা করে দেখতে হবে।’

নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুললে ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত মন্ত্রিপরিষদে নেয়া হয়েছে। কেউ নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পুলিশ প্রশাসনকে বিষয়টি মনিটরিং করার নির্দেশ দেয়া হয়েছে।’

এ সময় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বিদ্যুৎ বড়ুয়াসহ উপস্থিত ছিলেন আরও অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত