সিলেটটুডে ডেস্ক:

১৭ এপ্রিল, ২০২১ ২৩:২৮

পুলিশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯১

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা। তিনি হলেন, পুলিশ পরিদর্শক মোহা. রাজিব হোসেন (৪১)। তিনি ফরিদপুর জেলা বিশেষ শাখায় ডিআইও-৪ পদে কর্মরত ছিলেন। তিনিসহ বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে পুলিশের ৯১ জন মারা গেছেন বলে পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পুলিশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯২ জন। এর মধ্যে ৯১ সদস্যের মৃত্যু হয়েছে। তবে সারাদেশে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯ হাজার ৩৯৬ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ছয়জন র‌্যাবের। মৃত্যুর সংখ্যা বেশি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)। গত বছরের ২৮ এপ্রিল পুলিশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়লে মারা যান ডিএমপির ওয়ারি ফাঁড়িতে কর্মরত কনস্টেবল জসিম উদ্দিন (৪০)। এরপর থেকে সারাদেশেই করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৪১৩ আক্রান্ত হয়েছেন ডিএমপিতে। এর পরে রয়েছে র‌্যাবের ২ হাজার ৬২৯ জন সদস্য।

পুলিশ সূত্র জানায়, সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রাজিব হোসেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ভোরের দিকে মারা যান তিনি।

পুলিশ জানায়, রাজিব হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর থানার ভেদামারী গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশ সদর দপ্তরের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যদের অনেক সদস্য এরই মধ্যে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৯১ জন মারা গেছে। তবে এরপরও জনগণের সেবায় সর্বদা তৎপর রয়েছেন তারা।

সূত্র: ইত্তেফাক।

আপনার মন্তব্য

আলোচিত