সিলেটটুডে ডেস্ক

১৯ এপ্রিল, ২০২১ ০১:১৮

‘আ.লীগের কেউ মুসলমান না’ বলায় নুরের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না- ফেসবুক লাইভে এসে এমন মন্তব্য করার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব শনিবার সন্ধ্যার দিকে শাহবাগ থানায় এ মামলা করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কেউ মুসলমান না এ সংশ্লিষ্ট বিভিন্ন মন্তব্য করায় আশরাফুল ইসলাম মামলা করেন।’

এর আগে গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে এবং তাদের চরিত্র হননের চেষ্টা করছে তারা কখনও মুসলমান হতে পারে না। এদের কোনো ঈমান নেই। প্রকৃত পক্ষে এরা একটাও ঈমানদার না। কোনো প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা।’

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার নুর ফেসবুক লাইভে এসে বলেন, ‘আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সমর্থকরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’ এমন বক্তব্যে আওয়ামী লীগ সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। তাই মামলা নেয়ার আবেদন করা হয়েছে।

এ বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘রাজনৈতিক নেতা হিসেবে আমরা অনেক কথা বলি৷ সে জায়গা থেকে আমি এ ধরনের কথা বলেছিলাম। আমার মনে হয় না, সে লাইভে আইন-শৃঙ্খলা বিরোধী বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এ রকম কোন কথা বলেছি। তারপরও আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে পরের আরেকটি লাইভে আমি ক্ষমাও চেয়েছি। এরপর আর এ বিষয় নিয়ে তো কিছু করার থাকে না।’

তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে যুবলীগের নেতা মামলা করেছে। আমরা যেহেতু এই মুহূর্তে একটা রাজনৈতিক শক্তি সেহেতু সংগঠনের শীর্ষ নেতা হিসেবে আমাকে গ্রেপ্তার করার জন্য সরকার পাঁয়তারা করছে৷ কিন্তু আমরা এতে ভীত সন্ত্রস্ত নই। আমরা এগুলো আইনগতভাবে মোকাবেলা করব।’

আপনার মন্তব্য

আলোচিত