নিউজ ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৫ ১৪:৫৬

ইন্টারনেট সেবা পুনরায় চালু

প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো ফেসবুকসহ সব ধরনের ইন্টারনেট সেবা । দুপুর সাড়ে ১২টায় বন্ধ হওয়ার পর দুপুর পৌনে ২ টায় ইন্টারনেট সার্ভিস পুনরায় চালু হয়।

এর আগে দুই শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের রায়কে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতা চালানো হতে পারে এ আশংকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার সংস্থাটির একটি সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে।  নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি সাময়িকভাবে এ নির্দেশনা দেয়। 

ফলে বিপাকে পড়েন লক্ষ লক্ষ ব্যবহারকারী।

তবে বিকেল ৫টা পর্যন্ত পুরোপুরি চালু হয়নি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। 

আপনার মন্তব্য

আলোচিত