সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০২১ ১২:৩৯

কুমিল্লায় রেল দুর্ঘটনা, ৭ ঘণ্টা পর শুরু চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল

কুমিল্লায় রেললাইনে দুর্ঘটনার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটের ট্রেন চলাচল। এতে বিভিন্ন স্টেশনে আটকে থাকা ঢাকা, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ট্রেনগুলো চলতে শুরু করেছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এই তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ শেষে রোববার সকাল ৯টা ১৭ মিনিটে রেললাইন সচল করা হয়েছে।

যানা যায়, কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভারপাসের নিচের রেলগেটে শনিবার রাত ২টার দিকে মিনি ট্রাককে ধাক্কা দিয়ে লাইনচ্যুত হয়ে যায় একটি ট্রেনের বগি। পরে দুর্ঘটনা কবলিত ট্রেনটির মাঝের তিনটি বগি রেখে সামনের সাতটি বগি লাকসাম জংশনে এবং বাকি সাতটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়। পরে লাকসাম জংশন লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। ৭ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
 
রেলসূত্র জানায়, এ দুর্ঘটনার কারণে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ হতে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

আপনার মন্তব্য

আলোচিত