সিলেটটুডে ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫৯

বিকেলে বসছে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন

স্বাস্থ্যবিধি মেনে চলতি একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন বসছে আজ। বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। মাত্র চার কার্যদিবস চলবে এ অধিবেশন।

সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক মো. তারিক মাহমুদ গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, এই অধিবেশনের শুরুতেই পাঁচজন সভাপতিমন্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হবে। এরপরে আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে সংসদের প্রথম দিনের বৈঠক শোক প্রস্তাব আনা হবে। মরহুম সংসদ সদস্যকে শ্রদ্ধা জানিয়ে সংসদে আলোচনা হবে। এরপর শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণের পর অধিবেশ মুলতবি করা হবে। চলতি সংসদের কোনো সদস্য মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করা হয়।

সংসদ সচিবালয় জানিয়েছে, এবারের অধিবেশনও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সদস্যসহ সংসদের কর্মকর্তা কর্মচারীদের করোনা পরীক্ষা করে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিবেশনে যেতে হবে। অধিবেশনের কার্যদিবসের মধ্যে বিরতি রাখলে কেউ সংক্রমিত হতে পারেন। এজন্য শুক্রবারও অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে।

সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক মো. তারিক মাহমুদ জানিয়েছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে অধিবেশনকালীন সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে।

এবারের অধিবেশনে নতুন তিনটি বিলসহ ১৫টি বিল নিষ্পত্তি হতে পারে বলে জানা গেছে। গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের ১৩তম অধিবেশন। জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত