সিলেটটুডে ডেস্ক

১৯ অক্টোবর, ২০২১ ১৫:২০

সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলাবর (১৯ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সচিব এসব কথা জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কুমিল্লা, রংপুরসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা কারা ঘটিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা তদন্ত করছে। দ্রুতই জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।’

তিনি জানান, দেশের জনগণের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জানিয়ে বলেছেন, ‘কোনো গুজবে কান না দেবেন না, বিভ্রান্ত হবেন না। যারা গুজব ছড়িয়েছেন বা ছড়ানোর চেষ্টা করছেন, তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত