সিলেটটুডে ডেস্ক

০৬ নভেম্বর, ২০২১ ১৪:৫০

ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা

জ্বালানি তেলের দাম না কমালে কিংবা ভাড়া সমন্বয় করা না হলে, চলমান ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। এর আগে জ্বালানি তেলের দাম কমানো বা ভাড়া সমন্বয় করার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন সমিতির নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসভবনে আজ শনিবার দুপুরে এ বৈঠক হয়।

বৈঠক শেষে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব সাংবাদিকদের বলেন, ‘জ্বালানি তেলের দাম কমানো বা ভাড়া সমন্বয় করার বিষয়ে আমাদের ডাকা ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানে আমরা এ বৈঠকে এসেছি। আমাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ধর্মঘটের বিষয়ে আবদুল মোতালেব সাংবাদিকদের আরও বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। যেহেতু সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি, তাই আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়ার ওপরে এর প্রভাব পড়েছে উল্লেখ করে আবদুল মোতালেব এ সময় সাংবাদিকদের কাছে পাল্টা প্রশ্ন রাখেন, ‘আগে ভাড়া যেখানে ছিল ১০ হাজার, সেখানে এখন ভাড়া হবে তেলসহ ১২ হাজার। তাহলে কীভাবে আমরা গাড়ি চালাব? আমাদের লাভের যে অংশটা ছিল, তা এখন তেলেই চলে যাবে। লাভ না করতে পারলে রাস্তায় গাড়ি চালিয়ে করব কী? এক রুটে যদি ২০০ লিটার তেল খরচ হয়, তাহলে খরচের পরিমাণ কতটা বেড়ে গেল? আমরা নেতৃত্ব দেই, আমরা যদি গাড়ি চালানোর কথা বলি, গাড়ির মালিকেরা তবুও গাড়ি চালাবেন না। কারণ, এটা ব্যবসা। ব্যবসা না হলে গাড়ি কেন চালাবেন তাঁরা?’

আপনার মন্তব্য

আলোচিত