সিলেটটুডে ডেস্ক:

২৩ নভেম্বর, ২০২১ ২২:৫৫

যে কারণে ২৩ ডিসেম্বর ইউপি নির্বাচন হচ্ছে না

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর ভোট নেওয়ার তারিখ থাকলেও এইচএসসি পরীক্ষার কারণে ২৬ ডিসেম্বর নির্বাচন হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন।

আগামী ২ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। পরীক্ষার শিডিউল অনুযায়ী, চতুর্থ ধাপের ভোটগ্রহণের দিন ২৩ ডিসেম্বর সকালে ও বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে ভূগোল দ্বিতীয়পত্র এবং বিকালে আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগের ২২ ডিসেম্বরও সকাল-বিকেল এ দুটি বিষয়ের প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসি পরীক্ষার দিনে ভোটগ্রহণের তারিখের বিষয়টি নজরে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেন। যার প্রেক্ষিতে চতুর্থ ধাপের ইউপি ভোট ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে।

চতুর্থ ধাপে ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের জন্য গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি।

আপনার মন্তব্য

আলোচিত