সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০২১ ১৩:১৩

নটরডেমের শিক্ষার্থী নিহত: বিচারের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা

নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার আবারও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।

সকাল ১১টার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নটরডেম কলেজের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি শাপলা চত্বরে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে।

পরে শিক্ষার্থীরা দুর্ঘটনাস্থল গুলিস্তানের দিকে রওনা দেন। এ সময় তাদেরকে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে বাসচাপায় কলেজছাত্র নিহতের ঘটনায় রাজধানীর ফার্মগেট, উত্তরায়ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন বলে জানা গেছে। তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির ধাক্কায় নিহত হন নাঈম হাসান।

ওই ঘটনায় ডিএসসিসির ওই গাড়ির চালককে আটক এবং গাড়িটিকে জব্দ করা হয়েছে। মূলত পরিচ্ছন্নতা কর্মীই গাড়িটি চালাচ্ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত