সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০২২ ২০:৫১

ঢাবিতে ছাত্রলীগের হামলায় কাওয়ালি আসর পণ্ড

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আয়োজন করা কাওয়ালি আসর একদল ছাত্রের হামলায় পণ্ড হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বুধবার সন্ধ্যা ৬টায় এই আসর শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের কিছু ছাত্র অনুষ্ঠানস্থলে হাজির হয়ে অতর্কিত হামলা চালায়। তারা এ সময় মঞ্চ ভাঙচুর করে। পণ্ড হয়ে যায় অনুষ্ঠান।

হামলায় অনুষ্ঠানে আসা শ্রোতা-দর্শক, আয়োজক ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন আয়োজকরা।

আয়োজকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আকরামুল হক বলেন, ‘আমরা যখন অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছিলাম তখন থেকেই ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের বাধা দেয়ার চেষ্টা করেছে। সর্বশেষ আজ সকালে ওরা টিএসসি থেকে আমাদের ব্যানার নামিয়ে ফেলে। বিকেলে আমাদের মাইকম্যানকে ক্যাম্পাসে আসতে বাধা দেয়া হয়।

‘বাধার মুখেও মাইক ছাড়াই আমাদের অনুষ্ঠান শুরু হলে তারা আমাদের অনুষ্ঠানস্থলের পেছনে আগুন লাগানোর চেষ্টা করে। এরপর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায়। হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার দাবি জানাচ্ছি আমরা।’

হামলার সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ আহসান বলেন, ‘এই হামলায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রত্যক্ষভাবে জড়িত। তার কর্মীরাই এই হামলায় চালিয়েছে। তাদের হামলায় আমাদের দুই নারী বন্ধুর মাথা ফেটে গেছে। আরও অনেকে আহত হয়েছে। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাদ্দাম হোসেন বলেন, ‘এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকার প্রশ্নই ওঠে না। তারা অসৎ উদ্দেশ্যে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগকে জড়ানোর চেষ্টা করছে।

‘আমরা জানতে পেরেছি, অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে নানা মতবিরোধ ছিল। কোন তরিকায় প্রোগ্রামটা হবে, মেয়েরা উপস্থিত হতে পারবে কি না, হালাল নাকি হারাম- এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে তাদের মধ্যে আগে থেকেই সংঘাতের আবহ তৈরি হয়ে ছিল।’

হামলার ভিডিওতে ছাত্রলীগের অনেক কর্মীকে জড়িত থাকতে দেখা গেছে জানালে তিনি বলেন, ‘কেউ কিছু এডিটেড ভিডিও বানিয়ে যদি ছাত্রলীগেকে ঘায়েল করার চেষ্টা করে তাহলে সেটি সঠিক পন্থা নয়।’

বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’ ও সাধারণ ছাত্রদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবারই প্রথম এমন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এতে ‘সিলসিলা’ ব্যান্ডের লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদের কাওয়ালি সংগীত পরিবেশন করার কথা ছিল। এ ছাড়া মুর্শিদি-ভাণ্ডারি ধারার সংগীতশিল্পী শেখ ফাহিম ফয়সালেরও গান গাওয়ার কথা বলা হয়েছিল।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল ‘One Hub Production House’ এবং সার্বিক সহযোগিতায় ছিল শাহবাজ ফাউন্ডেশন ও মালিকি মাযহাব বাংলাদেশ ফেসবুক গ্রুপ।

আপনার মন্তব্য

আলোচিত