সিলেটটুডে ডেস্ক

২২ জানুয়ারি, ২০২২ ১৩:১১

করোনায় আক্রান্ত পূর্ণিমা

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

শনিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে ‘কোভিড পজিটিভ’ লেখেন জাতীয় পুরস্কার-জয়ী অভিনেত্রী।

এ বিষয়ে পূর্ণিমা বিস্তারিত না জানালেও মন্তব্যের ঘরে একাধিক সহকর্মী তাকে সাহস যুগিয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি মনোবল চাঙা রাখার কথা বলছেন তারা।

প্রকাশের ২০ মিনিটের মধ্যে পূর্ণিমার এ পোস্টে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে, যার বেশির ভাগই ‘স্যাড’। এ ছাড়া মন্তব্যের ঘরে নায়িকার প্রতি ভালোবাসা দেখিয়েছেন ভক্ত-অনুরাগী।

সম্প্রতি এক হলে মুক্তি পাওয়া ‘চিরঞ্জীব মুজিব’ ছবির মাধ্যমে লম্বা সময় পর বড়পর্দায় কামব্যাক করেছেন পূর্ণিমা। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে আছেন পূর্ণিমা, আর শেখ মুজিবুর রহমানের চরিত্র করেছেন আহমেদ রুবেল। এ ছবির আরও দুটি কিস্তি হওয়ার কথা রয়েছে।

পূর্ণিমার হাতে থাকা অন্য দুই ছবি হলো ‘জ্যাম’ ও ‘গাংচিল’। করোনার কারণে গত দুই বছর নাটক বন্ধ রাখলেও নিয়মিত সেলেব্রিটি শো’র সঞ্চালক হিসেবে দেখা যায় তাকে।

বর্তমানে ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন পূর্ণিমা।

আপনার মন্তব্য

আলোচিত