সিলেটটুডে ডেস্ক

২৯ মে, ২০২২ ১৪:৪১

২ বছর পর খুলনায় এলো বন্ধন এক্সপ্রেস

করোনা সংক্রমণের কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হলো কলকাতা-খুলনা রুটে যাতায়াতকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন।

রোববার (২৯ মে) ১৯ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে ট্রেনটি কলকাতা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। এরপর বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল রেলস্টেশন ম্যানেজার এ তথ্য নিশ্চিত করেন।

সপ্তাহে দুদিন—রোববার ও বৃহস্পতিবার এ ট্রেনটি কলকাতা থেকে খুলনায় যাতায়াত করবে। বন্ধন এক্সপ্রেসে যাত্রীদের জন্য দুটি ক্যাটাগরি আসন রয়েছে—একটি এক্সিকিউটিভ ক্লাস, অন্যটি চেয়ার কোচ। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া এক হাজার ২০০ রুপি এবং চেয়ার কোচের ভাড়া ৮০০ রুপি। এ ছাড়া ভ্রমণ শুল্ক হিসাবে দিতে হয় আরও সাড়ে ৪০০ রুপি।

এদিন সকালে ট্রেন ছাড়ার আগে প্রত্যেক যাত্রীর শরীর তল্লাশি করা হয়। তাদের মোবাইল, ওয়ালেট, ঘড়িসহ সবকিছু একটি নির্দিষ্ট স্থানে রেখে গোটা শরীর চেক করেন বিএসএফ কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত মালপত্র বহনের জন্য অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত