সিলেটটুডে ডেস্ক

২৪ জুন, ২০২২ ২৩:৪২

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বিমান বাহিনীর মনোজ্ঞ ডিসপ্লে

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৫ জুন বাংলাদেশ বিমান বাহিনী এক মনোজ্ঞ ফ্লাইং ডিসপ্লে আয়োজন করেছে।

আইএসপিআর জানিয়েছে ৩১টি বিমান এবং হেলিকপ্টারের সমন্বয়ে নিম্নবর্ণিত ডিসপ্লে প্রদর্শন করা হবেঃ

২টি মিগ-২৯, ২টি এফটি-৭বিজি/এফ-৭ এমবি এবং ২টি এফ-৭ বিজিআই এর সমন্বয়ে স্মোক পাস্ (Smoke pass)।

৩টি এফ-৭ বিজিআই/বিজি এর ফ্লাই পাস্ট (FP) প্রদর্শন।

১টি সি-১৩০জে এবং ৫টি কে-৮ ডব্লিউ এর সমন্বয়ে স্মোক পাস (Smoke pass) প্রদর্শন।

৩টি এল-৪১০ এবং ০৫টি গ্রোব-১২০টিপি এর সমন্বয়ে ফ্লাই পাস্ট (FP) প্রদর্শন ।

৫টি এমআই-১৭/১৭১ এর মাধ্যমে পতাকা প্রদর্শন (Flag carr) এবং ০১টি বেল-২১২ এর মাধ্যমে লিফলেট বিতরণ (leaflet drop)

২টি কে-৮ডব্লিউ এর মাধ্যমে শেকুল মেন্যুভার (Shackle maneuver) প্রদর্শন ।

৫টি কে-৮ডব্লিউ এর মাধ্যমে ভিক্সেন ব্রেক (Vixen Break) প্রদর্শন।

১টি মিগ-২৯ এর মাধ্যমে লো লেভেল এ্যারোবেটিক্স (LL display) প্রদর্শন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে সকাল ১০টায় পদ্মা সেতু উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় স্বপ্নের পদ্মা সেতু। এরপর একে একে ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছে ২০২০ সালের ১০ ডিসেম্বর।

একই সাথে চলতে থাকে রোডওয়ে, রেলওয়ে স্ল্যাব বসানো সহ অন্য কাজ। সেতুর মূল আকৃতি দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।

আপনার মন্তব্য

আলোচিত