সিলেটটুডে ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২ ১৯:১০

রিটার্নিং কর্মকর্তার পদ থেকে সরানো হলো চট্টগ্রামের ডিসিকে

পক্ষপাতমূলক আচরণের অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের এ তথ্য জানান।

রাশেদা সুলতানা বলেন, ‘মমিনুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কঠিন। এ জন্য তদন্ত হতে হবে। এটা লঘু শাস্তি নয়।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিতে যান। এরপর ডিসি মমিনুর রহমান ওই প্রার্থীর পক্ষে মোনাজাত ও ভোট চেয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কমিশন মমিনুর রহমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি।

নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার মমিনুর রহমানের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়।

আগামী ১৭ অক্টোবর পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি বাদে বাকি ৬১ জেলা পরিষদের নির্বাচন  অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত