সিলেটটুডে ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২২ ১১:১৫

ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬, ক্ষয়ক্ষতির খবর নেই

মিয়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। এদিকে, শুক্রবার ভোরে বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যায়। তবে কোনো সূত্র থেকে খবরটি নিশ্চিত হওয়া যায়নি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূকম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

ইএমএসসি আরও জানায়, স্থানীয় সময় ৪টা ২২ মিনিটে মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মওলাইকে ভূমিকম্পটি আঘাত হানে। আর রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে মিয়ানমারে প্রায় ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হানে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত