সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২ ১৪:২২

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে দক্ষিণাঞ্চলে জনস্রোত

যশোরে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে জনসভাস্থল যশোর জেলা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৭টা থেকে জনসভাস্থলে মানুষজন আসা শুরু করেন। বেলা ১২টার মধ্যে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

জনসভাস্থল পেরিয়ে আশপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠেছে। উৎসবমুখর হয়েছে উঠেছে পুরো শহর। স্লোগানে স্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর অপেক্ষার প্রহর গুনছে লাখো জনতা। প্রত্যন্ত এলাকা থেকে আগত জনস্রোত এখন জনসভার মাঠে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ লাখ মানুষের জনসমাগম ঘটবে।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করার জন্য বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমের সার্থকতা প্রমাণ হওয়ার পথে। ইতোমধ্যে জনসভার মাঠ ভরে গেছে। আশা করছি, ১০ লাখের উপরে লোক আসবে।

আপনার মন্তব্য

আলোচিত