সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:১৫

জামায়াতকে অতীত নৈরাজ্য ফিরতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জামায়াতের কর্মকাণ্ডে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের অতীত নৈরাজ্য ফিরতে দেওয়া হবে না।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে জামায়াতের হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে ডিএমপি কমিশনার এ সব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত বিচ্ছিন্নভাবে মিছিল বের করে মৌচাকে এসে পুলিশের ওপর হামলা করে। এতে ১০ পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন ভর্তি আছে ৯ জন, বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছে।

এদিকে, পুলিশের ওপর হামলা করায় এখন পর্যন্ত জামায়াতের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত থেকে চলছে এই অভিযান, এটি চলমান থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াত কোনো ধরনের অনুমতি না নিয়েই গতকাল জুমার নামাজের পর মালিবাগে মিছিল করে। এতে পুলিশ বাধা দিলে তারা আক্রমণ করে।

তিনি বলেন, মিছিল থেকে ব্যারিকেড ভেঙে পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত