সিলেটটুডে ডেস্ক

০৬ মার্চ, ২০২৩ ১০:৩৭

১৩ মার্চ থেকে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা

স্কুল শিক্ষার্থীদের নিয়ে চলতি বছর আবারও ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ আয়োজন হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

রোববার (৫ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সারাদেশের প্রতিযোগিতার সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে প্রতি বছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সময়সুচি অনুযায়ী- বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সূচিতে দেখা গেছে, প্রতিষ্ঠান পর্যায়ে ১৩-১২ মার্চ, উপজেলা পর্যায়ে ও ঢাকা মহানগরসহ ২৫ থানায় ২০-২১ মার্চ, জেলা পর্যায়ে ২ মে, ঢাকা মহানগরে ৩ মে এবং বিভাগীয় পর্যায়ে ৯ মে রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে।

জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সময়সূচি পরবর্তীসময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত