সিলেটটুডে ডেস্ক

১২ মে, ২০২৩ ০৯:০০

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মোখা’

ছবি: সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রোববার নাগাদ এটি কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাব পড়তে পারে টেকনাফ, সেন্ট মার্টিন, মহেশখালী ও কুতুবদিয়ায়।

উপকূলে আঘাত হানার সময় ঘর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮৯ থেকে ১১০ কিলোমিটার। এতে তীব্র বাতাসের পাশাপাশি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস ও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপের প্রায় পুরোটা জলোচ্ছ্বাসের সময় ডুবে যেতে পারে।

এদিকে, ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকালে আরও শক্তি সঞ্চয় করে মধ্য বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মোখা। অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোতে পারে।

রোববার দুপুরে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের কায়াকপুরের মধ্যে আছড়ে পড়তে পারে মোখা। এসময় গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৭৫ কিমি।

বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

আপনার মন্তব্য

আলোচিত