সিলেটটুডে ডেস্ক

১৭ জানুয়ারি, ২০১৬ ০০:৪২

কবি রফিক আজাদ আইসিইউ-তে

ষাট দশকের অন্যতম প্রধান ও একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
 
রফিক আজাদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজ শনিবার (১৬ জানুয়ারি) বলেন, 'তার শারীরিক অবস্থা আগের মতোই। তার চিকিৎসার জন্য এরই মধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, আগামী ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না।'
 
দিলারা হাফিজ দেশবাসীর কাছে তার স্বামীর জন্য দোয়া কামনা করেন।
 
তিনি জানান, রফিক আজাদ দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুস সংক্রান্ত জটিলতায় ভুগছেন। সে জন্য সব বিভাগের চিকিৎসকরাই তাকে দেখছেন।
 
বৃহস্পতিবার রাতে ব্রেইন স্ট্রোকে রফিক আজাদকে প্রথমে বারডেম হাসপাতাল ও পরে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। শুক্রবার বিকেলে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।
 
কবি রফিক আজাদ ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামে জন্মগ্রহণ করেন। ভাষা সংগ্রামী রফিক আজাদ মুক্তিযুদ্ধেও ছিলেন সক্রিয়। তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক পান।

আপনার মন্তব্য

আলোচিত