সিলেটটুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০২৪ ১৫:২৭

মিয়ানমার থেকে ছোঁড়া গোলার আঘাতে বাংলাদেশিসহ নিহত ২

মিয়ানমার থেকে ছোঁড়া গোলার আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এক বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে তিনটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে। এতে দুজন নিহত হয়েছেন।

নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ।

নিহত নারী জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫৫)। আর আনুমানিক ৬৫ বছর বয়সী ওই রোহিঙ্গা ব্যক্তির নাম জানা যায়নি। তিনি প্রায় ১৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন। তিনি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ এই দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা পৌনে তিনটার দিকে রোহিঙ্গা ব্যক্তিকে দুপুরের খাবার দেওয়ার জন্য রান্নাঘরে যান হোসনে আরা। তখন মর্টারশেলটি এসে রান্নাঘরের ওপর পড়ে।

আপনার মন্তব্য

আলোচিত