নিউজ ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৬ ০১:১৮

প্রবাসীর ডলার ছিনতাইয়ের অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

বিনা অনুমতিতে তল্লাশি চালিয়ে সুইডেনপ্রবাসী এক ব্যক্তির কাছ থেকে তিন হাজার ডলার ছিনিয়ে নেওয়ার অভিযোগে যশোরে এক এসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এরা হলেন, ঝিকরগাছা থানার এসআই এজাজুর রহমান এবং কনস্টেবল আজিজুর রহমান, মামুন হোসেন, বাবর আলী ও জিয়াউল হাসান।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক জানিয়েছেন, শুক্রবার তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তিনি গণমাধ্যমে বলেন, “বিনা অনুমতিতে তল্লাশি মিজানুর রহমান নামে এক ব্যক্তির তিন হাজার ডলার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠায় ওই পাঁচজনকে ‘ক্লোজড’ করা হয়েছে। এদের বিরুদ্ধে অভিযাগের তদন্ত চলছে বলে জানান তিনি।

ঘটনার শিকার সুইডেন প্রবাসী মিজানুর রহমান নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা। সাংবাদিকদের তিনি বলেন, “বৃহস্পতিবার বিকালে ভারত থেকে বেনাপোল হয়ে নড়াইল যাওয়ার পথে যশোরের ঝিকরগাছায় এসআই এজাজসহ সঙ্গীরা আমাদের তল্লাশি করে।

“এসময় আমার স্ত্রীর ব্যাগ থেকে তিন হাজার ইউএস ডলার ছিনিয়ে নেয়। পরে আমি যশোর প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের ঘটনাটি জানাই; হয়রানির ভয়ে মামলা করিনি।”

শুক্রবার বিকালে অজ্ঞাতপরিচয় এক যুবক বাসায় এসে তিন হাজার ডলার ফেরত দিয়েছে বলেও জানান মিজানুর।

আপনার মন্তব্য

আলোচিত