সিলেটটুডে ডেস্ক

১৪ আগস্ট, ২০২৫ ২১:১০

পনেরো আগস্টে শ্রদ্ধা প্রদর্শন ঠেকাতে 'মবের' দখলে ধানমন্ডির বত্রিশ

১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ঠেকাতে ধানমন্ডির বত্রিশ দখলে নিয়েছে বিএনপিপন্থীদের মব।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে ধানমন্ডির বত্রিশে নিতে শুরু করেন। এসময় তারা বিএনপির নামে স্লোগান দেন।

এদিকে, ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।

বৃহস্পতিবার বিকেল থেকেই ৩২ নম্বর এলাকার প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীর চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। একই সঙ্গে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, ‘কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা উচ্ছৃঙ্খলতা করতে না পারে, সে জন্যই আমরা সতর্ক অবস্থানে আছি। পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

এদিকে, ধানমন্ডির বত্রিশে লোকদের তল্লাসি শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে কয়েকজনকে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত