সিলেটটুডে ডেস্ক

০৮ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:৪৩

শিশু আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ‘মূল হোতা’ মোতাহার ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ঢাকার কেরানীগঞ্জে  শিশু আব্দুল্লাহকে অপহরণের পর হত্যা ও এসিড দিয়ে ঝলসে দেয়ার ‘মূল হোতা’ মোতাহার হোসেন র‌্যাব-১০ এর একটি টিমের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

সোমবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।

র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (সিও) মো. জাহাঙ্গির হোসেন মাতুব্বর জানান, এদিন ভোরে চিটাখোলা এলাকা দিয়ে যাওয়ার সময় র‌্যাব-১০ এর টহল দল সন্দেহবশত মোতাহারকে থামানোর চেষ্টা করলে না থেমে উল্টো হামলা চালায়। এ পর্যায়ে র‌্যাবের পাল্টা হামলায় বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এরপর একজনের মরদেহ পড়ে থাকে ও বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে জানা যায়, মরদেহটি মোতাহারের।

গত ২৯ জানুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ। টেলিফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হলে দুই দফায় মোট দুই লাখ টাকা দেয় তার পরিবার। এরপর ২ ফেব্রুয়ারি দুপুরে মোতাহারের বাড়ির একটি ড্রামে শিশুটির গলিত লাশ পাওয়া যায়।

মোতাহার হোসেনের নিহতের ঘটনা পরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত