
১১ অক্টোবর, ২০২৫ ১৫:২২
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, রাজনৈতিক দল ও নির্বাচনী ব্যবস্থার মধ্যে দুর্বৃত্তায়ন রোধে স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন গঠন জরুরি।
এ লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো পুনরায় চালু করা সময়ের দাবি হয়ে উঠেছে। ড. বদিউল আলম আরও বলেন, “আমি আশা করি সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে।
গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে কি না— সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সুপারিশ দেবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই।”
তিনি সতর্ক করে বলেন, “জুলাই সনদ স্বাক্ষরের পর ভবিষ্যৎ সরকার যদি সেটি বাস্তবায়ন না করে, তবে তাদের পরিণতিও বর্তমান সরকারের মতো হতে পারে। ক্ষমতার রদবদলের সঙ্গে যেন দুর্নীতির সংস্কৃতি না বদলায়, সে বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে।”
সুজন সম্পাদক আরও বলেন, গণতন্ত্র রক্ষা, সুষ্ঠু নির্বাচন আয়োজন ও আইনের শাসন প্রতিষ্ঠা— এগুলোই এখন রাষ্ট্রের প্রধান প্রয়োজন। গণভোটের ক্ষেত্রে জনগণের সমর্থন নিশ্চিত করতে হবে, যেন সেখানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি হয়।
তিনি যোগ করেন, “বর্তমান সরকার যে স্বৈরাচারী কাঠামো রেখে গেছে, জুলাই জাতীয় সনদ পাসের মাধ্যমে সেটির সংস্কার অপরিহার্য।”
গণভোট ইস্যুতে তিনি বলেন, “এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে শতভাগ ঐক্যমত্য না থাকলেও গণভোট আয়োজনের সম্ভাবনা এখনো আছে।”
আপনার মন্তব্য