
১২ অক্টোবর, ২০২৫ ১১:৩৩
ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, রেলের টিকিট সংকট ও বিমান বর্ধিত বিমান ভাড়ায় সিলেটবাসীর যোগাযোগের সমস্যা কাটাতে দুটো পৃথক কর্মসূচি ঘোষণা করেছেন সিলেটের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান এক ঘণ্টা বন্ধ রেখে প্রতীকী ‘ডেডলক’ কর্মসূচি পালন করা হবে।
রোববার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা সিলেটে ডেডলক থাকবে।
এ কর্মসূচির পরদিন সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের প্রবেশ মুখে সোমবার গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। দুই দিনে দুটি কর্মসূচি পালন করে যোগাযোগের দুরাবস্থা কাটাতে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হবে। আলটিমেটামের মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন ডাকার ঘোষণা দিয়েছেন আরিফুল হক চৌধুরী।
কর্মসূচি চলাকালে সিলেট নগরীর কেন্দ্রস্থল কোর্ট পয়েন্টে সমাবেশ হবে। আরিফুল হকের ডাকা এই কর্মসূচিতে ইতোমধ্যে একাত্মতা পোষণ করেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। কর্মসূচি ঘিরে নগরীতে ব্যাপক প্রচারণা চলছে।
শনিবার নগরজুড়ে মাইকিং করা হয়। সকাল থেকে সিলেটের বিভিন্ন সামাজিক পেশাজীবী ব্যবসায়ী পরিষদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন আরিফুল হক। পাশাপাশি তাদের হাতে তুলে দেন সিলেটের দাবি দাওয়া সম্বলিত প্রচারপত্র। বেলা ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে সমন্বিত প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রচারপত্রে বলা হয় হয়, সড়কপথ-রেলপথ-আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বৃহত্তর সিলেটবাসীর জন্য দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, রেলপথে বগি সঙ্কট ও টিকিট কালোবাজারি আর আকাশপথে বিমানের টিকিট মূল্য আকাশচুম্বী করে সিলেটকে যেন অর্থনৈতিকভাবে শোষণের যাঁতাকালে ফেলা হয়েছে। সিলেটবাসীকে জিম্মিদশা থেকে মুক্ত করতে বর্তমান অন্তর্বর্তী সরকারেরও কোনো কার্যকর পদক্ষেপ নেই। এ অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে রবিবার বেলা ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে সমন্বিত প্রতিবাদ সমাবেশে সকলের উপস্থিতি ও সংহতি প্রকাশ করুন।’
সিলেট নগরীর বন্দর বাজার, মহাজনপট্টি, চৌহাট্টা, আম্বরখানা, হাসান মার্কেটসহ বিভিন্ন এলাকায় শনিবার দিন ও রাতে প্রচারপত্র বিলি করা হয়। এ সময় আরিফুল হক চৌধুরী সিলেটবাসীর যাতায়াত বিড়ম্বনা ঘোঁচাতে যথাযথ পদক্ষেপ নিতে আহুত সমাবেশে দল-মত নির্বিশেষে সবার উপস্থিতি কামনা করেন।
দাবিদাওয়া মানা না হলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেবেন বলেও তিনি জানান।
শনিবার রাতে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে গণপরিবহনও এক ঘণ্টা বন্ধ রাখা হবে। এ কর্মসূচি চলাকালে সমাবেশ চলবে। সমাবেশ থেকে পরদিনের গণঅবস্থান কর্মসূচির সময়ক্ষণ ঘোষণা করা হবে।’
কর্মসূচিটি সর্বস্তরের সিলেটবাসীর হওয়ায় কোনো প্লাটফরমের নাম দেওয়া হয়নি। তার আহ্বানে বিভিন্ন সংগঠন এতে একাত্ম হবে।
আপনার মন্তব্য