সিলেটটুডে ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৬ ০০:৩৫

ভালোবাসা দিবসে ডেটিং না করার আহ্বান তথ্যমন্ত্রীর!

ভালোবাসা দিবেসে ডেটিং না করে বই মেলায় যাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘১৪ ফেব্রুয়ারি উপলক্ষে অনেকেই অনেক প্রস্তুতি নিচ্ছে। এদিন অনেকেই একে অন্যের হাত ধরাধরি করে ডেটিং করবেন। আপনারা বই মেলায় যান। দুইএকটা বই কিনেন। বই একমাত্র জ্ঞানের আলো। আমার যতো জ্ঞান আছে সব চুরি করা, তবে সেটা বই থেকে। বইয়ের জ্ঞান চুরি করা অপরাধ না।’

সোমবার রাজধানীর উত্তরার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

খালেদা জিয়ার নেতৃত্বে রাজাকার সমর্থিত জঙ্গি নেতৃত্ব আবার দেশকে দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘আমাদের স্বপ্নের পেছনে বড় বাধা- ক্ষমতাচ্যুত রাজাকার সমর্থিত জঙ্গি নেতৃত্ব। এই জঙ্গিরা আবার চক্রান্ত করছে বাংলাদেশটাকে দখল করে নেয়ার জন্য।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বেশ কয়েকটি যুদ্ধ করছি। এগুলো হচ্ছে- রাজাকার দমন, জঙ্গি দমন ও উন্নয়নের যুদ্ধ। এ যুদ্ধে আমাদেরকে জিততে হবে। আমাদের সামনের ধাপে জঙ্গিবাদ, অসাম্প্রদায়িকতা ও দারিদ্র থাকবে না। আজ জঙ্গি সমর্থিত সরকার চলে গেছে। কিন্তু আমাদের বুকের ওপর ঝঞ্ঝা রেখে গেছে।’

দেশের বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় থাকবে, নয় জঙ্গি কারখানা থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো জঙ্গি কারখানা হতে দেয়া যাবে না।’

অনুষ্ঠানে সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে উত্তরার নতুন এ ক্যাম্পাসে ক্লাস শুরুর মাধ্যমে শিক্ষা কার্যক্রমের নতুন দিগন্ত শুরু হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. দিলীপ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- ট্রাস্ট্রিবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ারা বেগম, সংসদ সদস্য ইসরাফিল আলম, প্রফেসর ড. এম আবুল হোসেন শিকদার, ট্রাস্টিবোর্ডের সদস্য ও পরিচালক গোলাম সারোয়ার কবির, সৈয়দ মো. হেমায়েত হোসেন ড. এম শাহীন খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত